বিজ্ঞান ও বিজ্ঞানী ই-পত্রিকা জানুয়ারি ২০২৪ সংখ্যা

১৮৪৯ সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের আঠারো বছর বয়সি এক আবাসিক ছাত্রের বিরুদ্ধে সেই এলাকার বাসিন্দারা বিরক্ত হয়ে গুরুতর অভিযোগ জানিয়েছিলেন। কারণ সেই ছাত্রের “ঘুম” নিয়ে কিছু অদ্ভুত পরীক্ষা-নীরিক্ষার ফলে নাকি বাকি আবাসিকদের ঘুম উড়ে গিয়েছিল। কি করেছিলেন সেই ছাত্রটি? কেমন ছিল সেই পরীক্ষা? জানতে হলে অবশ্যই পড়তে হবে অনিন্দ্য পাল মহাশয়ের ঊনিশ শতকের এক বহুমুখী প্রতিভা জেমস ক্লার্ক ম্যাক্সওয়েলকে নিয়ে লেখা ‘আবিষ্কার এবং আবিষ্কারক’ নামক প্রচ্ছদ প্রবন্ধটি।

 

আছে ‘গন্ধ বিচারের বিবর্তন’ নিয়ে তপন কুমার গঙ্গোপাধ্যায় মহাশয়ের লেখা বিশেষ নিবন্ধ। আর আছে বিশিষ্ট লেখক ডক্টর সৌমিত্র চৌধুরী, ডাঃ অরুণ চট্টোপাধ্যায়, কমলবিকাশ বন্দ্যোপাধ্যায়, বিশ্ব রঞ্জন গোস্বামী, ঐন্দ্রিলা সাউ, এবং আরও অনেকের লেখা আকর্ষনীয় কিছু নিবন্ধ। সব শেষে সকলের মনরঞ্জনের জন্য থাকছে ‘বি’কুইজ, বিজ্ঞানের টুকিটাকি ও বিজ্ঞানের গোলকধাঁধার মত বিভাগগুলিও।

 

সম্পাদক:- কমলবিকাশ বন্দ্যোপাধ্যায়

সহ-সম্পাদক:- সায়ন্তনী ব্যানার্জী

GET MORE

https://bijnan-o-bijnani.co.in/e-patrika-january-2024-issue/

No comments